তাহিরপুরে মুজিববর্ষ উপলক্ষে বৃক্ষ রোপন কর্মসূচী উদ্ভোধন

10

তাহিরপুর প্রতিনিধি::
তাহিরপুরে বৃক্ষ রোপন কর্মসূচী উদ্ভোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে তাহিরপুর উপজেলা কৃষি অফিসের আয়োজনে বৃক্ষ রোপন কার্যক্রম আনুষ্টানিকভাবে উদ্ভোধন করা হয়।

তাহিরপুর উপজেলা কৃষি সম্প্রসারন অফিস সূত্রে জানা যায়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমনের জন্মশত বার্ষিকি ‘মুজিববর্ষ’ উদযাপন উপলক্ষে প্রতিটি উপজেলায় ১’শ টি করে বৃক্ষের চারা রোপনের কর্মসূচীর উদ্যোগ নেয়া হয়েছে। সে লক্ষেই এ কার্যক্রম আনুষ্টানিকভাবে শুভ উদ্ভোধন করা হয়।

তাহিরপুর উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষের চারা রোপন কার্যক্রম উদ্ভোধন করেন,তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ। এ সময় উপস্থিত ছিলেন, তাহিরপুর উপজেলা কৃষি অফিসার হাসান-উদ-দৌলা,কৃষি সম্প্রসারন কর্মকর্তা একরামুল ইসলাম,উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা আসাদুজ্জামান,উপ সহকারী কৃষি কর্মকর্তা শাহিমা আক্তার প্রমূখ।