দক্ষিণ সুনামগঞ্জ প্রতিবিধি::
সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ১১শ ৫ লিটার দেশীয় বাংলা চুলাই মদ ও মদ তৈরির সরঞ্জামসহ একজনকে আটক করা হয়েছে।
আটককৃত ব্যক্তি হলেন সুভাষ রবি দাস(২৮)। সে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার টেংরাটিলা ইউনিয়নের টিলাগাঁও গ্রামের জয়রাম রবিদাসের পুত্র।
পুলিশ সূত্রে জানা যায় , দক্ষিণ সুনামগঞ্জ থানার এসআই জহিরুল ইসলাম তালুকদার, এএসআই প্রনয় নাল, এএসআই উত্তম কুমার কৈরীর নেতৃত্বে পুলিশ সদস্যরা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জামলাবাজ এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩ লাখ ৩১ হাজার ৫শত টাকা মূল্যের দেশীয় ১১শত ৫ লিটার বাংলা চুলাই মদ উদ্ধার করে ।
বুুধবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় আটককৃত আসামীকে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি)কাজী মোক্তাদির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান আমার থানায় জোয়া ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। থানা পুলিশের এমন অভিযান সবসময় অব্যাহত থাকবে।