চুনারুঘাটে মুজিব জন্মশত বার্ষিকী উপলক্ষে উপজেলা কৃষি অধিদপ্তরের একশত বৃক্ষ রোপণ

10

চুনারুঘাট প্রতিনিধি::
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ১‘শত বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

৭ জুলাই মঙ্গলবার উপজেলা কৃষি কর্মকর্তা জালাল উদ্দিন সরকার এর উপস্থিতিতে উপজেলায় সামাজিক দূরত্ব বজায় রেখে লেবু, জাম, মাল্টা ও কাঠের সহ মোট ১০০ টি বৃক্ষ রোপণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি বিভাগের উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নুরুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মিহির চন্দ বাবু সহ কৃষি অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

চুনারুঘাট উপজেলা কৃষি কর্মকর্তা জালাল উদ্দিন সরকার বলেন- ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ) উৎযাপন উপলক্ষে প্রতি উপজেলায় ১০০টি করে বৃক্ষের চারা রোপণ কর্মসূচীর উদ্বোধন কার্যক্রম চলমান রয়েছে। অনুরূপ আমাদের উপজেলায়ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কার্যক্রম উদ্বোধন করা হলো। আমাদের সকলের উচিত অন্তত ৩টি করে বৃক্ষ রোপণ করা। তাহলে আমাদের প্রজন্ম এই প্রকৃতির অপরিসীম ভালোবাসা ভোগ করতে পারবে।