জিন্দাবাজার থেকে ইয়াবাসহ আটক ২

37

স্টাফ রিপোর্টার

সিলেট নগরীর জিন্দাবাজার এলাকা থেকে ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে র‌্যাব। বুধবার (৮ জুলাই) দুপুর দেড়টার দিকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জের সুনাফর আলীর ছেলে সাহেদ আহমেদ ও সিলেটের জালালাবাদ থানার পূর্বদশা গ্রামের দুলাল মিয়া। আজ বুধবার দেড়টার দিকে তাদেরকে আটক করা হয়।

র‌্যাব জানায়, তাদের কাছ থেকে ৩৩০ পিস ইয়াবা বড়ি জব্দ করা হয়েছে। মাদক বিক্রির ৮৯০ টাকাও পাওয়া যায় তাদের কাছে।

র‌্যাব-৯ এর এএসপি (গণমাধ্যম) ওবাইন জানান, আটককৃতদের বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে মামলা করেছে। তাদেরকে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।