মৌলভীবাজারে আরও ৩৩ জনের করোনা শনাক্ত

31

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারে নতুন করে আরও ৩৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার এই ৩৩ জনের করোনা শনাক্ত হয় বলে জানিয়েছেন মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তউহীদ আহমদ।

নতুন শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ৭ জন, কুলাউড়ায় ১ জন, বড়লেখায় ৩ জন, কমলগঞ্জে ৩ জন, শ্রীমঙ্গলে ১ জন এবং মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে ১৬ জন আক্রান্ত হয়েছেন।

আক্রান্তদের মধ্যে শ্রীমঙ্গলের কালাপুর এলাকার ৭০ বছর বয়ষ্ক বৃদ্ধের মারা গেছেন ৭ জুন। সে দিন তার নমুনা সংগ্রহের পরপর তিনি মারা যান। বুধবার তার রেজাল্ট পজেটিভ আসে।

এনিয়ে মৌলভীবাজারে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৬০৮ জনের।