গোলাপগঞ্জ প্রতিনিধি
সিলেটের গোলাপগঞ্জে নতুন করে আরও ৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহিনুর ইসলাম শাহিন।এছাড়াও আজকে আরও ৩ জন করোনা রোগী সুস্থ হয়েছেন বলেও জানান তিনি।আক্রান্তদের মধ্যে রয়েছেন উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের দুজন পুরুষ, লক্ষিপাশা ইউনিয়নের একজন পুরুষ এবং ঢাকাদক্ষিণ ইউনিয়নের একজন পুরুষ। এদিকে নতুন ৪ জনসহ গোলাপগঞ্জ উপজেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা এখন ১৬২ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৮৩ জন এবং মৃত্যুবরণ করেছেন ৮ জন।