বিশ্বনাথ প্রেস ক্লাবেপ্রবাসীর অনুদান প্রদান

15

বিশ্বনাথ প্রতিনিধি::
বিশ্বনাথ প্রেস ক্লাবের উন্নয়ন ও অগ্রগতির জন্য নগদ দশ হাজার টাকা অনুদান প্রদান করেছেন যুক্তরাজ্য প্রবাসী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিশ্বনাথ পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী আলহাজ্ব মো. আকদ্দুছ আলী। বুধবার প্রেস ক্লাব সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিনের কাছে প্রবাসীর অনুদানের নগদ দশ হাজার টাকা হস্তান্তর করা হয়।

এব্যাপারে বিশ্বনাথ পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী প্রবাসী আলহাজ্ব মো. আকদ্দুছ আলী বলেন, নিজেদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি প্রেস ক্লাব নেতৃবৃন্দ সমাজের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাদের কার্যক্রম অব্যাহত রাখতে নিজের অবস্থান থেকে সহযোগীতা করার চেষ্ঠা করেছি মাত্র। সমাজের বিত্তবান ও প্রবাসীরা প্রেস ক্লাব তথা এলাকার উন্নয়নে এগিয়ে আসলে আমাদের সমাজে থাকা অবহেলিত-বঞ্চিত মানুষেরাই উপকৃত হবেন।