ওসমানীনগরে পলাতক আসামি আটক

23

স্টাফ রিপোর্টার::
সিলেটের ওসমানীনগর থেকে হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত পলাতক এক আসামি আটক করেছে র‍্যাব।

বুধবার রাতে ওসমানীনগর থানাধীন নিজকুরুয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত ইল্লাখ আলী (২২) সিলেটের ওসমানীনগরের নিজ কুরুয়া গ্রামের মাসুক মিয়ার ছেলে।

মামলাটি ওসমানীনগর থানায় তদন্তাধীন থাকায় আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৯ এর এএসপি (মিডিয়া অফিসার) ওবাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।