মোরার বাজারে দলীয় নেতৃবৃন্দের সুস্থতা কামনায় আ. লীগের দুআ

72

বালাগঞ্জ প্রতিনিধি:
বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য মোহাম্মদ আলী গুলশের এবং ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য ও অটোরিকশা শ্রমিক ইউনিয়ন গহরপুর মাদ্রাসা বাজার শাখার সাবেক সভাপতি মো. আনহার মিয়ার সুস্থতা কামনায় এক দুআ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯জুলাই) দেওয়ান বাজার ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বাদ আসর মোরারবাজার জামে মসজিদে আয়োজিত দুআ মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের সদস্য ও বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লোকন মিয়া, দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম, ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক এম.এ. মালেক, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু, অর্থ সম্পাদক এসএম হেলাল, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মিজানুর রহমান পংখি, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. শিরমান উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য আজমল হোসেন, ফতহুল হাসনাত চৌধুরী শিমুল, শফিকুল ইসলাম, সুহেল বারী, শামীম আহমেদ, ফারুক আহমেদ, রুহেল আহমেদ, ফরজ আলী, বালাগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সভাপতি মো. আবদুল আহাদ, উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক মো. তারা মিয়া, ইউনিয়ন ছাত্র লীগের সহসভাপতি ছালেহ আহমেদ, ছাত্র লীগ নেতা মাসুম আহমেদ, মুহিম আহমদ, ফাহিম আহমদ, রাফি হুসাইন, সিদ্দিকুর রহমান, ফজলে রাব্বি।
দুআ মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মাওলানা নুরুল ইসলাম।

উল্লেখ্য, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী গুলশ নিমিউনিয়ায় আক্রান্ত হয়ে গুরুত্বর অসুস্থ অবস্থায় বর্তমানে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এছাড়া গত ৩১ মে আনহার মিয়া ব্রেন স্ট্রোক করেন।