ছাতক প্রতিনিধি::
ছাতকে রেলওয়ের নৈশ প্রহরী ফখরুল আলমকে হত্যা ও মালামাল লুটের ঘটনায় খুনীসহ জড়িত ৩ জনকে গ্রেফতার করে আদালাতে প্রেরন করেছে পুলিশ। ঘটনার এক সপ্তাহের মধ্যেই ছাতক থানা পুলিশ রেলওয়ের খোয়া যাওয়া মালামালসহ খুনীকে গেফতার করেতে সক্ষম হয়।
গত ৭ এপ্রিল রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হাবিবুর রহমানসহ ছাতক থানার এসআই শামীম, মহাদেব, ইয়াছিন, দেলোয়ার, দেবাশীষ ও এএসআই ইলিয়াস অভিযান চালিয়ে মুল হত্যাকারী নূর আলী(৪০)কে গ্রেফতার করেন। পরে তা দেয়া তথ্য মতে অভিযান চালিয়ে সিলেট সিটির চাঁদনীঘাট এলাকার ভাঙ্গারী ব্যবসায়ী মিল্লাদ হোসেন ও পরান দেবকে গ্রেফতার ও রেলওয়ের খোয়া যাওয়া মালামাল জব্ধ করা হয়। নূল আলী উপজেলার নোয়ারাই ইউনিয়নের জয়নগর গ্রামের মৃত রহমত আলীর পুত্র।
তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে আরো ৯টি মামলা রয়েছে। বুধবার গ্রেফতারকৃতদের সুনামগঞ্জ আদালতে প্রেরন করা হলে আসামীরা বিজ্ঞ ম্যাজিষ্ট্রেটের কাছে স্বীকারোক্তিমুল জবানবন্দি দিয়েছে বলে পুলিশ সুত্রে জানা গেছে।
গত ২৯ জুন রাতে ছাতক রেলওয়ের নৈশ প্রহরী ফখরুল আলমকে কর্তব্যরত অবস্থায় হত্যা করে রেলওয়ের ৩, ৪ ও ৫ নং গোদামের তালা ভেঙ্গে মালামাল লুটকরে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরেরদিন (৩০ জুন) খবর পেয়ে দুপুরে সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার, ছাতক সার্কেল বিল্লাল হোসেন ও ছাতক থানার ওসি মোস্তফা কামাল ঘটনাস্থল পরিদর্শন করেন।
পরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুনামগঞ্জ মর্গে প্রেরন করেন। নৈশ প্রহরী ফখরুল আলম ভোলা জেলার তজুমদ্দিন উপজেলার শিবপুর গ্রামের মৃত আব্দুল খালেক পাটোয়ারীর পুত্র ও ছাতক রেলওয়ের নির্বাহী প্রকৌশলীর অধীনস্থ নিরাপত্তা প্রহরী। সে রেলওয়ে কলোনীর ১৪(এ) নং বাসায় বসবাস করতো। ছাতক থানার ওসি মোস্তফা কামাল আসামী গ্রেফতারের বিষয়টি স্বীকার করেছেন।