ছাতকের বাগবাড়ী স্কুলের সভাপতি শাহীন চৌধুরী অসুস্থ, দোয়া প্রার্থনা

16

ছাতক প্রতিনিধি::
ছাতক উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির অন্যতম সদস্য, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, বাগবাড়ী সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা কন্ট্রাকটর ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি শাহীন চৌধুরী গুরুতর অসুস্থ।

বর্তমানে তিনি সিলেটের নর্থ-ইষ্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হার্ডের সমস্যার পাশাপাশি সম্প্রতি তার শরীরে করোনা ভাইরাস পজেটিভ সনাক্ত হয়েছে। ইতিমধ্যেই তিনি প্লাজেমা থেরাপী নিয়েছেন বলে জানা গেছে। তার আশু সুস্থতা কামনা করে তার পরিবারের পক্ষ থেকে দোয়া ও আশির্বাদ প্রার্থনা করা হয়েছে। শাহীন চৌধুরী ছাতকের বাগবাড়ী এলাকার বিশিষ্ট মুরব্বী হাজী তেরা মিয়া চৌধুরীর পুত্র।