জগন্নাথপুর প্রতিনিধি::
জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের শ্রীরামসী -নয়াবন্দর সড়কের শ্রীরাসমী হাফিজিয়া মাদরাসার পাশে এলজিইডি সড়কের পাশ থেকে বিভিন্ন প্রজাতীর দামী গাছ কেঁটে নিয়ে গেছে দূর্বৃত্তরা ।
জানা যায়, এলজিইডি সড়কের পাশে লাগানো বিশাল আকৃতির কাঠ জাতীয় কয়েকটি গাছ দূর্বৃত্তরা ৩/৪ দিন পূর্বে কেঁটে নিয়ে গেছে। বৃহস্পতিবার স্থানীয় লোকজন ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তার কাছে মৌখিক ভাবে গাছ কেঁটে নেয়ার বিষয়টি জানিয়েছেন। সরকারি সড়কের পাশ থেকে দূর্বৃত্তরা কর্তৃক গাছ কেঁটে নেয়ার বিষয়ে মিরপুর ইউনিয়ন ভূমি অফিসের সহকারি ভূমি কর্মকর্তার সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, স্থানীয় লোকজন গাছ কেঁটে নেয়ার বিষয়টি মৌখিক ভাবে জানিয়েছেন। আগামী রবিবার সরেজমিন তদন্ত করা হবে।
প্রশাসনের অনুমতি ছাড়া সরকারি সড়কের পাশ থেকে গাছ কেঁটেনেয়ার সত্যতা ফেলে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। এদিকে দূর্বৃত্তরা একই ভাবে জগন্নাথপুর -বিশ্বনাথ সড়কের আমড়াতৈল এলাকায় একটি গাছ কেঁটে নিয়ে গেছে।