সিলেট নগরীর ৩টি স্থানে কোরবানির পশুর হাট বসবে

87

স্টাফ রিপোর্টার

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সিলেট নগরীর ৩টি স্থানে পশুর হাট বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলা প্রশাসন থেকে সিটি করপোরেশনকে এ ৩টি স্থান নির্ধারণ করে দেয়া হয়েছে।

স্থানগুলো হলো- সিলেট এমসি কলেজ মাঠ, সরকারি আলিয়া মাদরাসা মাঠ ও দক্ষিণ সুরমা ট্রাক টার্মিনালের পাশের উন্মুক্ত মাঠ। কোরবানির পশুর হাট ইজারা দেওয়ার লক্ষ্যে সিটি করপোরেশন পত্রিকায় দরপত্র আহ্বান করেছে।

প্রতিবছর কোরবানির ঈদে সিলেট নগরীর বেশ কয়েকটি জায়গায় বসানো হতো কোরবানির হাট। এবার করোনাভাইরাস পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে বড় মাঠে পশুর হাট বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তাই এই ৩টি মাঠকে বেছে নিয়েছে সিলেট সিটি করপোরেশন। এর আগে কখনও এই ৩টি মাঠে কোরবানির পশুর হাট বসেনি।

সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম জানান, স্বাস্থ্যবিধি মেনে এই ৩টি জায়গায় কোরবানির পশু বেচাকেনার জন্য জেলা প্রশাসন অনুমতি দিয়েছে। সিটি করপোরেশনের পক্ষ থেকে ইজারা দেওয়ার জন্য দরপত্র আহ্বান করা হয়েছে।