নগরীতে বিপুল পরিমাণ ভারতীয় শ্যাম্পুসহ একজন আটক

28

স্টাফ রিপোর্টার

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিপুল পরিমাণ ভারতীয় শ্যাম্পুসহ এক চোরাকারবারিকে আটক করেছে র‌্যাব-৯। বৃহস্পতিবার (৯ জুলাই) রাত সাড়ে ১২ টায় সিলেট নগরীর নাইওরপুল এলাকা থেকে তাকে আটক করা হয় বলে র‍্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

র‌্যাব জানায়, কমান্ডিং অফিসার লে. কর্নেল আবু মুসা মো. শরীফুল ইসলামের নেতৃত্বে একটি আভিযানিক দল এসএমপির কোতয়ালী থানাধীন নাইওরপুল এলাকায় অভিযান চালায়। এসময় অবৈধভাবে আমদানীকৃত ভারতীয় ১৯৮০ বোতল ক্লিনিক প্লাস শ্যাম্পুসহ একজনকে আটক করা হয়। আটক ব্যাক্তির নাম মো. রিদয় (২০), সে সিলেটের ভাতালিয়া এলাকার মো. আবুল কাশেমের ছেলে। এসময় পণ্য পরিবহণে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান ও একটি মোবাইলও জব্দ করা হয়।

উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত আসামীকে সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া আসামীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে র‌্যাব।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিলেট কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম মিয়া।