স্টাফ রিপোর্টার
সিলেট জেলা ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রিপন দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন। এসময় তার সাথে থাকা শ্রমিক নেতা বাবলা আহমদ তালুকদারও গুরুতর আহত হন। ঘটনার পর থেকে সড়ক অবরোধ করে রেখেছে শ্রমিকরা।
শুক্রবার (১০ জুলাই) রাত সাড়ে ১০ টার দিকে দক্ষিণ সুরমার কদমতলী এলাকার বাবনা পয়েন্টস্থ সিতারা হোটেলের সামনে তারা দুজন দুর্বৃত্তদের হামলার শিকার হন। পরে তাদেরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে অপারেশন থিয়েটারে ইকবাল হোসেন রিপন যান।
বিষয়টি নিশ্চিত করেছেন- দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল।
নিহত ইকবাল হোসেন রিপন দক্ষিণ সুরমার খোজার খলা গ্রামের আবুল হোসেনের ছেলে এবং আহত বাবলা আহমদ তালুকদার একই গ্রামের মৃত মোক্তার আহমদ তালুকদারের ছেলে।