সিলেটের বাবনায় খুন হওয়া রিপন ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সম্পাদক

57

স্টাফ রিপোর্টার

সিলেট নগরীর বাবনা পয়েন্টে খুন হওয়া শ্রমিক নেতা ইকবাল হোসেন রিপন (৪০) সিলেট বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক। নিহত রিপন দক্ষিণ সুরমার খোজারখলা এলাকার আবিল হোসেনের ছেলে।

জানা যায়, শুক্রবার রাত সোয়া ১০টার দিকে দক্ষিণ সুরমার বাবনা পয়েন্ট এলাকার রিপনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তাকে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) জ্যোতির্ময় সরকা্র এ তথ্য নিশ্চিত করেছেন।

এ ঘটনায় দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্তরে টায়ার জালিয়ে অবরোধ করছেন শ্রমিকরা। এরআগে বাবনা পয়েন্টেও বিক্ষোভ করেন শ্রমিকরা।