গাজীপুরে সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহত, মহাসড়ক অবরোধ

1

সবুজ সিলেট ডেস্ক: গাজীপুর মহানগরীর কুনিয়া তারগাছ এলাকায় রাস্তা পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় এক নারীশ্রমিক নিহত হয়েছেন। এতে উত্তেজিত জনতা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছেন। এ সময় তারা বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করেছেন।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এই রিপোর্ট লেখা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
নিহত ওই নারীশ্রমিকের পরিচয় এখনো পাওয়া যায়নি। তার মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। সে স্থানীয় একটি কারখানায় পোশাক শ্রমিক হিসেবে কাজ করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কুনিয়া তারগাছ এলাকায় রাস্তা পারাপারের সময় সিটি কর্পোরেশনের গাড়ির ধাক্কায় এক নারীশ্রমিক মারা যান। এরপর উত্তেজিত শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে রেখেছেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ কামাল হোসেন হোসেন বলেন, রাস্তা পার হওয়ার সময় সিটি কর্পোরেশনের ট্রাকের ধাক্কায় এক নারীশ্রমিক নিহত হয়েছেন। এতে উত্তেজিত শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে রেখেছেন। এছাড়া, তারা বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করেছেন।