৪ মাস পর মেয়েকে ফিরে পেলেন মা

5
চার মাস পর আইনি লড়াই শেষে শিশুকন্যাকে ফিরে পেলেন মা শিপা বেগম।

সুনামগঞ্জ প্রতিনিধি: চার মাস পর আইনি লড়াই শেষে শিশুকন্যাকে ফিরে পেলেন এক মা। রোববার (৩ মার্চ) দুপুরে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে পুলিশ ওই শিশুকন্যাকে তার মায়ের কাছে হস্তান্তর করে।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, ৬ বছর আগে জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের জয়নগর গ্রামের মোস্তফা কামালের ছেলে ঈসা খানের সঙ্গে পার্শ্ববর্তী হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর ইউনিয়নের হরিনগর গ্রামের মৃত হাবিজ মিয়ার মেয়ে শিপা বেগমের বিয়ে হয়। দাম্পত্যজীবনে তাদের ৫ বছরের এক কন্যাশিশু রয়েছে।

গত ২৯ অক্টোবর শিপা বেগমকে তার স্বামী মারধর করলে তিনি ৩১ অক্টোবর স্বামীর নামে আদালতে সমন জারি করেন। এতে ক্ষিপ্ত হয়ে শিপা বেগমের স্বামীর বাড়ির লোকজন ওই কন্যাশিশুটিকে আটকে রাখে।

শিপা বলেন, মেয়েকে আটকে রাখার সাড়ে তিন মাস পর গত ১৬ ফেব্রুয়ারি আমি স্বামীর বাড়িতে মেয়েকে দেখতে যাই। কিন্তু সেই সময় স্বামীর বাড়ির লোকজন আমার মেয়েকে লুকিয়ে রেখে আমাকে তাড়িয়ে দেয়। এরপর ২৯ ফেব্রুয়ারি সুনামগঞ্জ আদালতে আমার মেয়েকে ফিরে পাওয়ার জন্য মামলা করি। চার মাস পর আজ (রোববার) আমি আমার বুকের ধনকে ফিরে পেয়েছি।

জগন্নাথপুর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, আদালতের নির্দেশ পাওয়ার পর শিশুটিকে তার বাবার বাড়ি থেকে উদ্ধার করা হয়। পরে আদালতের মাধ্যমে ওই শিশুটিকে তার মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে।