লুৎফুর- নেহার মেমোরিয়াল গার্লস স্কুলের মাসব্যাপি কোরআন শিক্ষা কার্যক্রম

46

এম কামরুল চৌধুরী : সর্বকালের শ্রেষ্ট মানব হজরত মুহাম্মদ মুস্তফা সাঃ এর নিকট পবিত্র রমজান মাসে সর্বশ্রেষ্ট এবং সর্বশেষ আসমানী কিতাব পবিত্র কুরআন মজিদ নাজিল হয়েছে। আর এই পবিত্র কুরআন মজিদ হচ্ছে মুসলমানদের জীবন সংবিধান বা পথ নির্দেশিকা।যে যত বেশি পবিত্র কুরআন মজিদকে অনুসরণ করে চলবে দুনিয়া ও আখেরাতে সে ততটা কামিয়াবি হবে।সেই লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে লুৎফুর- নেহার মেমোরিয়াল গার্লস স্কুল ডাক: রামধা বাজার, বিয়ানীবাজার,সিলেট।মাহে রমজান উপলক্ষে আয়োজন করেছে মাসব্যাপি কোরআন শিক্ষা কার্যক্রম। কোমলমতি মেয়েদেরকে মাস ব্যাপি কোরআন শিক্ষার পাঠদান করছেন চন্দগ্রাম পাতন মহিলা মাদ্রাসার সম্মানিত মুয়াল্লিমা গন এবং সার্বিক তত্বাবধানে আয়ারল্যন্ড প্রবাসী মোহাম্মদ সাইফুর রহমান বাবলু প্রতিষ্ঠাতা লুৎফুর- নেহার মেমোরিয়াল গার্লস স্কুলকোরান শিক্ষা কার্যক্রৃ কোরান শিক্ষা কার্যক্রমা । এতে স্কুল পড়ুয়া মেয়েদের ইসলামি শিক্ষাদানের এক নজির স্থাপন করলেন,স্কুলের শিক্ষার্থীদের অভিভাবকরা আশাবাদী এই কার্যক্রমের মাধ্যমে স্কুলগামী মেয়েরা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয়ে পারিবার ও সামাজে দীনের পথে চলার অনুপ্রেরনা পাবে। উক্ত মহতি শিক্ষাকার্যক্রম পরিদর্শন করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য জনাব মোহাম্মদ আবুল কাশেম দুলাল,মারুফ আহমদ চৌধুরী,উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব ফনি ভুষন পাল,সহকারী শিক্ষক জনাব হাবিবুর রহমান প্রমুখ।