পরকীয়ায় আসক্ত গৃহবধূ আম ছালা দুটোই খোয়ালেন

17

অনলাইন ডেস্ক: পরকীয়া প্রেমে আসক্ত হয়ে তিন বছরের মেয়ে ও পাঁচ বছরের সংসার ছেড়েছেন এক গৃহবধূ। ইচ্ছা ছিল পরকীয়া প্রেমিকের সঙ্গে ঘর বাঁধবেন। কিন্তু সেই ইচ্ছা পূরণ হলো না গৃহবধূর। স্বামীকে তালাক দিয়ে প্রেমিকের সঙ্গে চলে আসার ১ ঘণ্টার মাথায় ওই গৃহবধূকে রাস্তায় নামিয়ে দিয়ে পালিয়েছেন প্রেমিক। ঘটনাটি ঘটেছে গত ১৬ মার্চ বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নের কাকুরিয়া গ্রামে।

জানা গেছে, পাঁচ বছর ধরে ইমনের সঙ্গে পরকীয়ার সম্পর্ক ওই গৃহবধূর। ইমন বেকার থাকায় তাকে অন্যত্র বিয়ে দিয়ে দেয় পরিবার। কিন্তু বিয়ের পরও স্বামী এবং প্রেমিকের সঙ্গে সমানভাবেই সম্পর্ক চালিয়ে আসছিলেন ওই গৃহবধূ। গত ১৬ মার্চ বাকেরগঞ্জের স্বামীর বাড়ি থেকে ওই গৃহবধূ প্রেমিক ইমনের সঙ্গে পালিয়ে আসার সময় স্থানীয়রা তাদের আটক করে থানায় দেন। পরে স্থানীয়রা বিষয়টি মীমাংসায় বসলে স্বামী-সন্তান রেখে প্রেমিক ইমনের সঙ্গে চলে আসার সিদ্ধান্ত জানান গৃহবধূ।

এরপর প্রেমিকের সঙ্গে বরিশালে রওনা দিলে গৃহবধূকে রাস্তায় রেখে পালিয়ে যান প্রেমিক ইমন। আর এতেই বাধে বিপত্তি। প্রেমিককে খুঁজে না পেয়ে ৯৯৯-এ কল দিয়ে সহায়তা চাইলে কোতোয়ালি থানা পুলিশ ওই গৃহবধূকে উদ্ধার করে ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখেন। সেখান থেকে বের হয়ে বিয়ের দাবিতে ওই গৃহবধূ হাজির হন নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের সর্দারপাড়া এলাকার ইমনের বাসায়।
ওই গৃহবধূ জানান, স্বামী ও সন্তান ছেড়ে এসে ইমনের প্রতারণার শিকার হয়েছেন তিনি। এ সময় ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলের সমন্বয়ে ঘটনাটি মীমাংসার চেষ্টা করা হয়। তবে মীমাংসা না হওয়ায় পুলিশ এসে তাকেসহ প্রেমিক ইমনের দুলাভাইকে বাড়ি থেকে থানায় নিয়ে যায়।

বাকেরগঞ্জ থানার ওসি আফজাল হোসেন বলেন, এখনো পলাতক রয়েছে প্রেমিক ইমন। ওই গৃহবধূর বিয়ের পর তিনি সৌদি আবার চলে যায়। পাঁচদিন আগে দেশে ফিরে এমন ঘটনা ঘটান প্রেমিক ইমন। এ ঘটনায় বাকেরগঞ্জ থানায় একটি অভিযোগ করেন ওই নারীর মা। এ ঘটনায় ভুক্তভোগী ওই গৃহবধূকে থানা হেফাজতে নিয়ে ইমনের দুলাভাইকে গ্রেফতার করেছে পুলিশ।

তিনি আরো বলেন, এ ঘটনায় ওই গৃহবধূর মা একটি অপহরণ মামলা করেছেন। এর ভিত্তিতে ইমনের দুলাভাইকে গ্রেফতার করা হয়েছে। আদালতে অপরাধীর জবানবন্দি নেয়া হবে। এ ঘটনায় অপর আসামিদেরও গ্রেফতার করা হবে।