অনলাইন ডেস্ক: পুলিশের এক সদস্য হাসিমুখে এক ব্যক্তিকে কাঁধে করে নিয়ে যাচ্ছেন, এমন একটি ছবি স্থানীয় পর্যায়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবিটি নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে চলছে ব্যাপক আলোচনা।
এক নজরে দেখলে অনেকের কাছে মনে হতে পারে কোনো সিনেমার শুটিংয়ের দৃশ্য এটি। কিন্তু খোঁজ নিয়ে জানা গেছে, জবুথবু ওই ব্যক্তি ডাকাত দলের সদস্য। গ্রেপ্তারের পরও তিনি থানায় না যাওয়ার গোঁ ধরলে পুলিশের ওই সদস্য তাকে কাঁধে নিয়ে রওনা দেন।
পুলিশ জানায়, উপজেলার হরিপুর ইউনিয়নে শুক্রবার (২২ মার্চ) বিকেলে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার হওয়া জীবন ডাকাত ওরফে জীবন মিয়া (৩৫) এলাকায় কুখ্যাত। তিনি মাদক কারবারি। এসব কাজের জন্য তার বিরুদ্ধে হয়েছে একাধিক মামলা। সেসব মামলায় রয়েছে গ্রেপ্তারি পরোয়ানা। এলাকার মানুষ তার অত্যাচারে অতিষ্ঠ। অপরাধ সংক্রান্ত একাধিক সুস্পষ্ট তথ্যেই অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
অপরদিকে ওই পুলিশ সদস্য হলেন এএসআই কামরুল ইসলাম। তার তাৎক্ষণিক সিদ্ধান্তে ঘটা ওই ঘটনার জন্য তিনি প্রশংসায় ভাসছেন।
অভিযানে নেতৃত্বদানকারী এসআই রুপম দেবনাথ জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে হাওড়ের মাঝে ধানক্ষেতের মধ্য মিয়ে দৌড়ে পালাতে শুরু করেন জীবন ডাকাত। পুলিশও জীবন ডাকাতের পিছু পিছু দৌড়াতে থাকে। একপর্যায়ে তাকে গ্রেপ্তার করা হয়। কিন্তু গ্রেপ্তারের পরও তিনি হেঁটে আসতে রাজি নন। এরপর এএসআই কামরুল তাকে কাঁধে করে সেখান থেকে নিয়ে আসেন।