শমশেরনগরে ইসলামিক মিশনে আলোচনা সভা ও দোয়া মাহফিল

9

কমলগঞ্জ প্রতিনিধি, মৌলভীবাজার: মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ইসলামিক মিশনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শমশেরনগর ইসলামিক মিশন এর উদ্যোগে মঙ্গলবার দুপুরে ইসলামিক মিশন কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়।

শমশেরনগর ইসলামিক মিশনের প্রোগ্রাম অফিসার মো. মুমিনুল হক এর সভাপতিত্বে ও শিক্ষক মাওলানা কামাল উদ্দিন আল হাবিবের পরিচালনায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক সমিতি কমলগঞ্জ ইউনিটের যুগ্ন সম্পাদক দৈনিক ভোরেরডাক প্রতিনিধি মো. জয়নাল আবেদীন। এছাড়াও উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল আহাদ, মাওলানা আব্দুল গফুর ও নাসির উদ্দিন প্রমুখ। বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবসহ ছাত্রছাত্রীগন উপস্থিত ছিলেন। শমশেরনগর ইসলামিক মিশন এর উদ্যোগে দারুল কেরাতের ক ও খ এবং হামনাতের ক-খ শাখার ১২ জন ছাত্র ছাত্রীর মাঝে পুরুস্কার বিতরন করা হয়।