সিলেট কমিউনিটি ইন সাউথ কোরিয়া‘র অর্থ বিতরণ

21

ওসমানীনগর প্রতিনিধি: ‘সিলেট কমিউনিটি ইন সাউথ কোরিয়া’র পক্ষ থেকে আসন্ন ঈদ-উল ফিতরের আনন্দ ভাগাভাগি করতে ওসমানীনগরের হযরত শাহাজালাল(রহঃ) এতিম খানার শিশুদের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। দক্ষিণ কোরিয়ায় বসবাসরত প্রবাসীদের সংগঠন ‘সিলেট কমিউনিটি ইন সাউথ কোরিয়া’র উদ্যোগে প্রবাসী পরিাবরের স্বজনদের আয়োজনে শনিবার দুপুরে হযরত শাহাজালাল(রহঃ) এতিম খানার শিশুদের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়। এ উপলক্ষে এতিম খানার হল রুমে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন, ওসমানীনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনা মিয়া। সভায় সভাপত্বি করেন, তাজপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান খালেদ আহমদ খুকু। তাজপুর বাজার পরিচালনা কমিটির সদস্য অজয় দাসের পরিচালনায় বক্তারা বলেন, দক্ষিণ কোরিয়ায় বসবাস করলেও প্রবাসীদের মন পরে আছে দেশের মানুষের কল্যাণে। তাই তো সামাজিক সংগঠনের মাধ্যমে অবহেলিতি মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন দক্ষিন কোরিয়ায় সববাসরত সিলেটীরা। দেশের যেকোন দূর্যোগ বা উৎসবে অসহায় মানুষের প্রতি প্রসাতির করছেন সহায়তার হাত। যার ধারাবহিকতায় আসন্ন ঈদু ফিতরকে সামনে রেখে প্রবাসে থেকেও ঈদের আনন্দ ভাগাভাগি করতে এতিম শিশুদের হাতে তুলে দি”েচ্ছন অর্থ।

‘সিলেট কমিউনিটি ইন সাউথ কোরিয়া’র এমন মানবিক কার্যক্রমন অব্যাহত রাখার অনুরোধ জানান বক্তারা। বক্তব্য রাখেন, এতিমখানা পরিচালনা কমিটির সভাপতি সুরাব আলী,সাধারণ সম্পাদক রেজুয়ান আহমদ শাহিন, দক্ষিণ কোরিয়া প্রবাসী পরিবারের সদস্য দিলদার মিয়া, আব্দাল মিয়া। উপস্থিত ছিলেন, এতিম খানার শিক্ষক নাঈমুর রহমান,আব্দুল করিম, মারুফ আহমদ, সমাজসেবী রুহুল মিয়াসহ আরো অনেকে। সভা শেষে দোয়া পরিচালনা করেন এতিম খানার প্রাধান শিক্ষক আতিকুর রহমান।