দিরাইয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

8
মুজাহিদ সর্দার তালহা, দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ দিরাইয়ে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বুধবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান খোন্দকার-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনি রায়, দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বাবরা হ্যামেলিয়ান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আতাউর রহমান প্রমূখ। সভায় সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, শিক্ষকসহ নানা শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন। সভায় বক্তাগণ বলেন, স্বাধীনতা সংগ্রামে ঐতিহাসিক মুজিবনগর সরকারের কর্মকান্ড ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে থাকবে। এছাড়াও দিবসটি উপলক্ষ্যে ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত ও সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান আলোচনা সভা অনুষ্ঠিত হয়।