কানাইঘাটে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত

6

কানাইঘাট (সিলেট) প্রতিনিধি: কানাইঘাটে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার পুরাতন বাণিজ্য মেলা মাঠে সারা দেশে এক যোগে এ অনুষ্টানের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে কানাইঘাট উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তর নানা কর্মসূচী গ্রহণ করেছে। এরমধ্যে উপজেলা পরিষদ হল রুমে প্রজেক্টরের মাধ্যমে প্রধানমন্ত্রীর অনুষ্টান সরাসরি উপভোগের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সর্দার, উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ মোঃ আনছার উদ্দিন, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আউয়াল প্রমূখ।
এরপর উপজেলা পরিষদ মাঠে গৃহপালিত পশু-পাখিদের নিয়ে প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে চাষীরা গরু, ছাগল, মুরগী সহ বিভিন্ন প্রজাতির পশু নিয়ে প্রদর্শনী মেলায় অংশ নেন। পরে বিচারক মন্ডলী এসব পশু-পাখি মুল্যায়ন করে এক পুুরুষ্কার বিতরণী অনুষ্টানের আয়োজন করা হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরিনের সভাপতিত্বে ও উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ মোঃ আনছার উদ্দিনের পরিচালনায় অতিথিবৃন্দ বিজয়ী সফল চাষীদের হাতে পুরুষ্কার তুলে দেন।