রফিকুল ইসলাম, দোয়ারাবাজার, সিলেট: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় মিনি ম্যারাথন সাড়ে সাত কিলোমিটারের মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সুরমা ইউনিয়নের শরীফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর মাঠ থেকে শুরু হয়ে সাড়ে সাত কিলোমিটার পথ পাড়ি দিয়ে একই স্থানে এসে শেষ হয়।
শুক্রবার ভোর ছয়টা থেকে শুরু হওয়া এ ম্যারাথনে অংশ নেন মোট ১০৫ জন প্রতিযোগী। নির্দিষ্ট সময়ের মধ্যে ১০ জন প্রতিযোগী দৌড় বাঁচাই করে শেষ করা হয়। মিনি ম্যারাথন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন জনি মিয়া। দ্বিতীয় জায়েদ আহমেদ এবং তৃতীয় রিদয় আহমেদ।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের আয়োজনে যারা অনুপ্রাণিত অতিথিবৃন্দ’রা এবং বিভিন্নভাবে যারা স্পনসর করেছেন।
শরীফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী, চেয়ারম্যান উপজেলা পরিষদ দোয়ারাবাজার । ফয়জুর রহমান, প্রধান শিক্ষক জুবলী উচ্চ বিদ্যালয়, সুনামগঞ্জ। সাবেক ইউপি চেয়ারম্যান, শাহ জাহান মাস্টার, আরিফুল হক জুয়েল ।সাবেক ইউপি সদস্য, তাজির উদ্দিন।বর্তমান ইউপি সদস্য, শাহ জাহান ও মনির উদ্দীন। এছাড়া আর ছিলেন এলাকার বিশিষ্ট মুরব্বি আব্দুল বাকির, এবং মাও রহিম উদ্দীন,
সভাপতি শরীফপুর ইসলামি সমাজকল্যাণ যুব সংঘ।
মিনি ম্যারাথন অনুষ্ঠান পরিচালনায় আয়োজন করেন দোয়ারাবাজার রানিং কমিউনিটি এবং শরীফপুর যুব সমাজ।