সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

4

নিজস্ব প্রতিবেদক: সিলেট কোম্পানীগঞ্জে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন চারজন। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গৌরীনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সুনামগঞ্জের ছাতক উপজেলার লুবিয়া গ্রামের হারুনুর রশিদ ও নেত্রকোনার কমলাকান্দা উপজেলার বিশরপাশার গ্রামের বাসিন্দা পার্থ শাহা। আহতরা হলেন কোম্পানীগঞ্জ উপজেলার নয়াগাঙ্গের পাড় গ্রামের শাহ আলম, ছাতক উপজেলার লুবিয়া গ্রামের নয়ন মিয়া, সিলেট দক্ষিণ সুরমার মো. এখলাছ ও অটোরিকশার চালক লিমন।

কোম্পানীগঞ্জ থানার ওসি গোলাম দস্তগীর আহমদ দৈনিক সবুজ সিলেটকে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, রাত সাড়ে ৮টার দিকে গৌরীনগর এলাকায় সিলেটগামী পাথরবোঝাই একটি ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা ছয় যাত্রী গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ওসি গোলাম দস্তগীর আহমেদ বলেন, দুর্ঘটনার পরই ট্রাকচালক পালিয়ে গেছেন। ট্রাক ও অটোরিকশাটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।