নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের ব্যবসায়ীদের বৃহৎ সংগঠন ‘বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখা’র নবগঠিত কমিটির অভিষেক সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাতে দক্ষিণ সুরমার চণ্ডিপুলে কুশিয়ারা ইন্টারন্যাশনাল কনভেনশন হলে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. এ কে আব্দুল মোমেন এমপি বলেন, হযরত শাহজালাল (রহ.)’র পূণ্যভূমি সিলেটের ব্যবসায়ীরা অত্যন্ত সুনামের সাথে তাদের ব্যবসা পরিচালনা করে যাচ্ছেন। ব্যবসায়ীরা শুধু তাদের জীবনযাত্রা ব্যবসার মধ্যেই সীমাবদ্ধ রাখেন নি তারা অসহায়, বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন। বর্তমান সরকার ব্যবসায়ীদের সর্বোচ্চ সুযোগ সুবিধা প্রদান করে যাচ্ছে। ব্যবসায়ীরা যাতে কোনো প্রকার সমস্যা বা হয়রানির সম্মুখিন না হন সেদিকে প্রশাসন সরব রয়েছে। তিনি বলেন, ব্যবসায়ীদের কাছ থেকে ভ্যাট-ট্যাক্স প্রভৃতি আদায়ে সংশ্লিষ্ট র্কর্তৃপক্ষকে বিশেষ বিবেচনা করতে হবে। যাতে করে ছোট বড় কোনো ব্যবসায়ী ক্ষতিগ্রস্থ না হন। সিলেটের ব্যবসায়ীরা ঐক্যের মাধ্যমে প্রমাণ করেছেন তারা তাদের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বিরাজ করছে। তিনি ব্যবসায়ীদের যে কোনো প্রয়োজনে সহযোগিতার আশ^াস প্রদান করে তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
বিশেষ অতিথির বক্তব্যে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল এমপি বলেন, আধ্যত্বিক রাজধানী খ্যাত সিলেট নগরীর ব্যবসায়ীরা সবসময়ই ব্যবসাকে ইবাদত হিসেবে গ্রহণ করে তাদের ব্যবসা পরিচালনা করে যাচ্ছেন। যে কোন দুঃসময়ে ব্যবসায়ীরা মানুষের পাশে দাঁড়িয়ে প্রশংসনীয় কাজ করেছেন। মহামারি করোনা কালে সিলেটের ব্যবসায়ীরা ভুক্তভোগী মানুষের পাশে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তিনি ঢাকা থেকে আসা ব্যবসায়ী নেতৃবৃন্দকে সিলেটবাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানিয়ে বলেন, বর্তমান সরকার ব্যবসায়ী বান্ধব সরকার। ব্যবসায়ীদের নিরাপত্তা সহ তাদের ব্যবসার উন্নয়নে সর্বদাই সজাগ দৃষ্টি রাখছে। তিনি আরো বলেন, সিলেটের ব্যবসায়ী সংগঠনগুলো শুধু তাদের নিজেদের স্বার্থে নয়। সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণেও তাঁরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন। নাদেল বাংলাদেশ দোকান মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সকল নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেন।
বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি শেখ মো. হেলাল উদ্দিন বলেন, প্রকৃতির অপার সৌন্দর্য্যের লীলাভূমি সিলেটের ব্যবসায়ীরা অত্যন্ত সৎ ও নিষ্ঠাবান। ৩৬০ আউলিয়ার পূণ্যভূমি সিলেটের ব্যবসায়ীদের জন্য আমরা গর্বিত। তিনি সিলেটের সকল উপজেলায় দোকান মালিক সমিতির শাখা গঠন করার জন্য নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে অনুরোধ জানান। তিনি মাহি উদ্দিন আহমদ সেলিমকে সভাপতি, আব্দুর রহমান রিপনকে মহাসচিব, নিয়াজ মো. আজিজুল করিমকে সাংগঠনিক সম্পাদক ও নাহিদুর রহমানকে কোষাধ্যক্ষ করে ১২৭ সদস্য বিশিষ্ট বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার নবগঠিত কমিটিকে অনুমোদন প্রদান করেন।
তাছাড়া ১৫ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা কমিটিও অনুমোদন করা হয়। কমিটির সদস্যরা হলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. এ. কে. আব্দুল মোমেন এমপি, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মাওলানা হুছামুদ্দিন চৌধুরী ফুলতলি এমপি, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল এমপি, হাবিবুর রহমান হাবিব এমপি, সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সাবেক মেয়র মোঃ আরিফুল হক চৌধুরী, আলহাজ্ব আশফাক আহমদ, লোকমান আহমদ, ডাঃ নাসিম হোসেইন, আব্দুল জব্বার জলিল, খন্দকার সিপার আহমদ, অলিউর রহমান, জুবের আহমদ চৌধুরী, আফজাল রশিদ চৌধুরী, ফতেহ উল্লাহ আমান, ফালাহ উদ্দিন আলী আহমদ, ছানাউল্লাহ ফাহিম, হাজী মোঃ রইছ আলী, হিজকিল গুলজার, গোলাম জাকির চৌধুরী।
অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার সভাপতি মাহি উদ্দিন আহমদ সেলিম। স্বাগত বক্তব্য রাখেন সমিতির মহাসচিব আব্দুর রহমান রিপন।
মো. আব্দুল আহাদ, আব্দুল মল্লিক মুন্না ও নিয়াজ মো. আজিজুল করিমের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিংহ, মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মাসুদ রানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেন, দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর ভারপ্রাপ্ত সভাপতি মো. এমদাদ হোসেন, সাবেক প্রশাসক আসাদ উদ্দিন আহমদ, সাবেক সভাপতি খন্দকার সিপার আহমদ, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আফজাল রশিদ চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি ও মানব কল্যাণে জাতীয় পদক প্রাপ্ত আব্দুল জব্বার জলিল, বাংলাদেশ দোকান মালিক সমিতির মহাসচিব মো. জহিরুল হক ভূঁইয়া, সিলেট ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক লোকমান আহমদ, আল-হারামাইন হাসপাতাল সিলেটের ভাইস চেয়ারম্যান মো. অলিউর রহমান, নুরজাহান হসপিটাল লি. এর চেয়ারম্যান ডা. মো. নাছিম, এফবিসিসিআই এর পরিচালক ফালাহ উদ্দিন আলী আহমদ, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের ভাইস চেয়ারম্যান এমদাদ আহমদ চৌধুরী, করিম উল্লাহ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সানা উল্লাহ ফাহিম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, আওয়ামীলীগ নেতা বিজিত চৌধুরী, সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান জামিল, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ, কাউন্সিলর তৌফিক বক্স লিপন, ছয়ফুল আমিন বাকের, শেখ তোফায়েল আহমদ সেপুল, আলতাফ হোসেন সুমন, মতিউর রহমান, মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মো: নাজমুল হক, হাসান মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী মো: রইছ আলী, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সিলেট চেম্বারের সাবেক সহ-সভাপতি জুবায়ের আহমদ চৌধুরী, কালীঘাট ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি আলহাজ্ব ফারুক আহমদ প্রমুখ। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন লুৎফুর রহমান লিলু। অনুষ্ঠানের প্রারম্ভে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। বিজ্ঞপ্তি