আমিনুল ইসলাম, কানাইঘাটঃ আমেরিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত দুই বাংলাদেশীর মধ্যে ইউসুফ জনির গ্রামের বাড়ি কানাইঘাট উপজেলার ঝিঙ্গাবাড়ি ইউনিয়নের তিনচটি গ্রামে। আমেরিকায় কানাইঘাটের ইউসুফ জনি ও কুমিল্লার বাবুল আহমদ নামের এই দুই বাংলাদেশী সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন। পারিবারিক সূত্রে জানা যায় নিহত ইউসুফ জনি প্রায় বছরখানিক পূর্বে দুই মেয়ে নিয়ে আমেরিকায় গিয়েছিলেন, সেখানে তিনি স্বপরিবারে বসবাস করছেন। তবে তার মা বাবা সিলেটের মেজরটিলা এলাকায় দীর্ঘদিন থেকে বাস করছেন। ইউসুফ জনির মৃত্যুর সংবাদ শুনে গ্রামের বাড়ির লোকজন সহ মেজর টিলার বাসায় শোকের ছায়া নেমে এসেছে। জানা যায় গতকাল শনিবার নিউইর্য়াক সময় দুপুর সাড়ে ১২টার দিকে ইউসুফ জনি আমেরিকায় তার কর্মস্থলে কাজে ছিল। সেখানে কুমিল্লার বাবুল আহমদ নামের এক বাংলাদেশীর দোকানে এসে সন্ত্রাসীরা টাকা দাবী করছিল। এতে বাবুল তা দিতে না পারায় তাকে কোপিয়ে হত্যা করা হয়।
এতে বাবুলকে বাচাঁতে ইউসুফ জনি এগিয়ে গেলে সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করে। ইউসুফ জনি হচ্ছেন সিলেটের কানাইঘাট উপজেলার ৮নং ঝিঙ্গাবাড়ি ইউনিয়নের তিনচটি গ্রামের নুরুল হক মেম্বারের ছেলে। ৩ ভাই ও ১ বোনের মধ্যে ইউসুফ জনি সবার বড়। ইউসুফ জনির ২ মেয়ের মধ্যে ছোট মেয়ের বয়স আড়াই বছর ও বড় মেয়ের বয়স ৯ বছর। নিহত ইউসুফ জনির মরদেহ দেশে নিয়ে আসা হবে নাকি সেখানে দাফন করা হবে, এবিষয় তাৎক্ষণিক কিছু জানা যায়নি।