স্মার্ট শিক্ষার্থীরাই হবে স্মার্ট বাংলাদেশের প্রথম সারির নাগরিক হবে- মানিক এমপি

2

ছাতক প্রতিনিধি: সরকারী প্রতিশ্রুতি সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মানে তথ্য-প্রযুক্তি নির্ভর শিক্ষার বিকল্প নেই। উন্নত বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় ভবিষ্যৎ বাংলাদেশকে প্রস্তুত করতে শিক্ষা ব্যবস্থায় আনা হয়েছে ব্যাপক পরিবর্তন। নতুন ক্যারিকুলামের শিক্ষা ব্যবস্থাকে নিয়ে যারা ব্যঙ্গ-বিদ্রæপ করছেন তারা ডিজিটাল বাংলাদেশ নিয়েও একইভাবে নেতিবাচক কথা বলেছেন। বর্তমানে এরাই ডিজিটাল বাংলাদেশের সুফল ভোগ করে নতুন শিক্ষা ব্যবস্থা নিয়ে মানুষের মাঝে বিভ্রান্ত ছড়াচ্ছে। তিনি বলেন, ভবিষ্যত স্মার্ট শিক্ষার্থীরাই হবে স্মার্ট বাংলাদেশের প্রথম সারির নাগরিক। সোমবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে ছাতক সরকারী বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে মাধ্যমিক পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তাফা মুন্নার সভাপতিত্বে ও শিক্ষক অৎয় কৃষ্ণ পালের পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ফজলুরর রহমান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম। সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, শুভেচ্ছা বক্তব্য রাখেন, ছাতক সরকারী বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আজাদ।

এ সময় ছাতক প্রেসক্লাবের সভাপতি সেয়দ হারুন-অর রশীদ, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুভাষ চক্রবর্ত্তী , জালালিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল আহাদ, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সোয়েব আহমদ সহ সরকারী কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন ইভেন্টে াংশ নিতে আসা প্রতিযোগিবৃন্দ।