১৯ প্রার্থী দিবারাত্রি প্রচারণায়: নবীগঞ্জে আওয়ামীলীগ ও বিএনপির লড়াই

1

এম,এ আহমদ আজাদ,নবীগঞ্জ(হবিগঞ্জ): নবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৯ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে নির্বাচন কমিশন আয়োজিত প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা রিটার্নিং কর্মকর্তা প্রভাংশু সোম মহান প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন। চেয়ারম্যান পদে ৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ৯জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
প্রতীক বরাদ্ধ পাওয়ার পর প্রতিদিনই দিবারাত্রি প্রার্থীরা জমজমাট প্রচার প্রচারণা করছেন। উঠান বৈঠক, বাড়ি বাড়ি গিয়ে লিফলেট পোস্টার পেষ্টুন বিতরণ চলছে। বিভিন্ন বাজার গুরুত্বপূর্ন স্থান গুলো পোস্টার লিপলেট ও ব্যানারে চেয়ে গেছে। ফুটপাতের দোকান থেকে চায়ের টেবিলে এখন ভোটের আলোচনা জমে উঠেছে।
ক্ষমতাসীন আওয়ামীলীগের দলীয় ৫ জন প্রভাব শালী প্রার্থী নির্বাচনের মাঠে রয়েছেন। তবে সরাসরি বিএনপি নির্বাচন বর্জন করলেও নবীগঞ্জে মুল লড়াই হবে বিএনপি আওয়ামীলীগের মধ্যে। নবীগঞ্জে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে বিএনপির একক প্রার্থী রয়েছে। নবীগঞ্জ উপজেলা বিএনপির গুরুত্বপূর্ন দুই নেতা ভিন্ন পদে নির্বাচনে অংশ নিলেও এখন তাদেরকে কেন্দ্র বাজেলা থেকে বহিস্কার করা হয়নি। নবীগঞ্জ উপজেলা বিএনপি নেতা কর্মীরা আধাজল খেয়ে মাঠে নেমেছে আওয়ামীলীগের কাছে থেকে পদ ছিনিয়ে নিতে।
নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে-উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ মজিবুর রহমান চৌধুরী শেফু (চিংড়ি মাছ), নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. ইমদাদুর রহমান মুকুল (হেলিকপ্টার), হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম নূরউদ্দিন চৌধুরী বুলবুল (দোয়াত কলম), বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক ফজলুল হক চৌধুরী সেলিম (ঘোড়া), জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ (মোটরসাইকেল), জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরী (আনারস) জাতীয় পাটির কেন্দ্রীয় কমিটির সদস্য শাহ আবুল খায়ের (কৈ মাছ), যুক্তরাজ্য প্রবাসী শেখ মোস্তফা কামাল (কাপ পিরিচ)।
ভাইস চেয়ারম্যান পদে- উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী (তালা), বর্তমান নবীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট গতি গোবিন্দ দাশ (মাইক), পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল আলীম ইয়াছিনী (টিয়াপাখি), উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি আলমগীর আহমেদ চৌধুরী সালমান (বৈদ্যুতিক বাল্ব), যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা মো. অনর উদ্দিন জাহিদ (উড়োজাহাজ), জাতীয় পাটির নেতা মুরাদ আহমদ (চশমা),কৃষক লীগের নেতা হেলাল চৌধুরী (আইসক্রিম) রুবেল আল মামুন তালুকদার (টিউবওয়েল), মোঃ সিদ্দিকুর রহমান চৌধুরী (বই)।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে- বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম (হাঁস) এবং উপজেলা আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক শেখ ছইফা রহমান কাকলি পেয়েছেন (ফুটবল) প্রতীক।
হবিগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা রিটার্নিং কর্মকর্তা প্রভাংশু সোম মহান প্রতীক বরাদ্দ দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য যে, নবীগঞ্জ উপজেলায় আগামী ২১ মে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে । নবীগঞ্জে মোট ভোটার ২ লাখ ৮২ হাজার ৭ শত ১৪।
এদিকে নির্বাচনের প্রতীক বরাদ্দের সাথে সাথে নবীগঞ্জ উপজেলা সর্বত্র উপজেলা পরিষদ নির্বাচন সরগরম হয়ে উঠে। নির্বাচনকে ঘিরে উপজেলাসহ গ্রামঞ্চলে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। প্রার্থীরা বিভিন্ন পেশাজীবি মানুষের সাথে শুভেচ্ছা বিনিময়, মতবিনিময়সহ দোয়া কামনা করছেন। প্রার্থীরা এলাকার উন্নয়নে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন।
নবীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুন্ম আহবায়ক মুজিবুর রহমান শেফু বলেন, নিরপেক্ষ নির্বাচন হলে আমি শতভাগ আশাবাদী বিজয়ী হবো। তিনি বলেন আমি জনগনের চাপে প্রার্থী হয়েছি। দল কি সিন্ধান্ত নিবে সেটা আমি জানিনা। কারন আমি উপজেলা বিএনপির শীর্ষ পদ থেকে একমাস আগেই পদত্যাগ করেছি।
হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম নূর উদ্দিন চৌধুরী বুলবুল বলেন, বর্তমান রকার নিরপেক্ষ নির্বাচন দিবে এবং বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। তিনি বলেন দলীয় ভাবে বিএনপি নির্বাচন বর্জন বললো তাদের নেতাকর্মীরা পুরোদমে মাঠে কাজ করছেন। তাই লড়াই হবে আওয়ামীলীগ বিএনপির মধ্যে।