তামাকমুক্ত পৌরসভা ঘোষনায় শপথবাক্য পাঠ

6
Exif_JPEG_420

সুনমাগজঞ্জ প্রতিনিধি: তামাকমুক্ত পৌরসভা ঘোষনা করতে সুনামগঞ্জ পৌরসভার সম্মেলন কক্ষে শপথ নিয়েছেন পৌরসভার সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। শপথ বাক্য পাঠের মাধ্যমে ধূমপান ও তামাকমুক্ত পৌরসভার পরিবেশ নিশ্চিত এবং সকল প্রকার তামাকজাত পণ্যের ব্যবহার থেকে নিজেদের মুক্ত রাখার পাশাপাশি অন্যদেরকেও তামাকজাত পণ্য ব্যবহারে নিরুৎসাহিত করার অঙ্গীকার করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমপি’র ঘোষিত ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সুনামগঞ্জ পৌরসভা একাত্বতা প্রকাশ করা হয়। শপথবাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি সুনামগঞ্জ পৌরসভার মেয়র। এ সময়, প্যানেল মেয়র ও ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর আহমদ নুর, ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর মোশারফ হোসেন, ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর গোলাম হোসেন, ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর সামিনা চৌধুরী। ৭,৮,৯ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর সৈয়দা জাহানারা বেগম শপথ গ্রহণ করেন। সুনামগঞ্জ পৌরসভার আয়োজনে ও বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা রুরাল ডেভেলপমেন্ট এন্ড সোস্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশন (আরডিএসএ) সুনামগঞ্জ এর সহযোগিতায় শপথবাক্য পাঠ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত। শপথবাক্য পাঠ অনুষ্ঠানের পূর্বে মাল্টিমিডিয়ার মাধ্যমে ধূমপান ও তামাকজাত দ্রব্যের ক্ষতিকর দিক নিয়ে ভিডিও প্রদর্শনী উপস্থাপন করেন আরডিএসএ এর নির্বাহী পরিচালক মোঃ মিজানুল হক সরকার।

মেয়র নাদের বখত বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমপি মহোদয় “২০৪০ সালের মধ্যে দেশ থেকে তামাকমুক্ত করার ঘোষণা দিয়েছেন এবং প্রধানমন্ত্রীর এ ঘোষণা বাস্তবায়নে সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরী। বর্তমান সরকার তামাক নিয়ন্ত্রণে বহুমাত্রিক পদক্ষেপ গ্রহণ করেছে। জাতিসংঘ ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা’য় (এসডিজি) সুস্বাস্থ্য নিশ্চিতের লক্ষ্যে অসংক্রামক রোগজনিত অকালমৃত্যুর হাত থেকে নিজেকে ও পরিবারের সদস্যকে সুস্থ রাখার স্বার্থে তামাক পরিত্যগ করতে হবে। শপথ বাক্য অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী কালী কৃষ্ণ পাল, সমাজ উন্নয়ন কর্মকর্তা ও তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম এর ফোকাল পয়েন্ট মোঃ নিজাম উদ্দিন। হিসাব রক্ষণ কর্মকর্তা সন্তোষ কুমার দাস, বিভিন্ন শাখার প্রধানসহ পৌর সভায় কর্মরত কর্মচারীবৃন্দ। শপথ বাক্য পাঠ শেষে তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম সহ পৌরসভার নাগরিকবৃন্দ যাহাতে অভিযোগ ও পরামর্শ গ্রহণের জন্য পৌরসভায় দৃশ্যমান স্থানে একটি পরামর্শ/ অভিযোগ বক্স উদ্ভোধন করেন।