তথ্যপ্রযুক্তি ডেস্ক: এআইয়ের ব্যবহার এখন সব জায়গায়। মাইক্রোসফটের চ্যাটজিপিটির পর অনেকেই এআই চ্যাটবট এনেছে। গুগলও পিছিয়ে নেই। গুগল বার্ড, জেমিনি সবচেয়ে জনপ্রিয় এআই চ্যাটবট। তবে এবার গুগল তাদের স্মার্টফোনে যুক্ত করছে এআই।
গুগল পিক্সলে ৮এ ফোনে রয়েছে গুগলের নিজস্ব টেনসর জি৩ চিপসেট। এছাড়াও রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্ত একাধিক ফিচার। বাড়তি এআই চ্যাটবট ব্যবহার করতে হবে না। ফোনেই সরাসরি এআই ফিচার পাবেন।
এই ফোনের স্ক্রিন তৈরি হয়েছে কাচ দিয়ে। ফোনের রেয়ার প্যানেল তৈরি হয়েছে পলিকার্বোনেট দিয়ে। আর রয়েছে অ্যালুমিনিয়ামের ফ্রেম। গুগল পিক্সেল ৮ এবং গুগল পিক্সেল ৮ প্রো- এই দুই ফোনের সঙ্গে গুগল পিক্সেল ৮এ ফোনের ডিজাইনের অনেক মিল রয়েছে।
গুগল পিক্সেল ৮এ ফোনে ৬.১ ইঞ্চির একটি সুপার অ্যাক্টুয়া ডিসপ্লে রয়েছে। এটি একটি ওএলইডি প্যানেল এবং এর রিফ্রেশ রেট ১২০ হার্টজ। ডিসপ্লের উপরে রয়েছে কর্নিং গোরিলা গ্লাস ৩ প্রোটেকশন শিল্ড। গুগল পিক্সেল ৮এ ফোনে টাইটাম এম২ সিকিউরিটি কোপ্রসেসর রয়েছে।
এছাড়াও রয়েছে এআই ইমেজ এডিটিং (ম্যাজিক এডিটর), অডিও ম্যাজিক ইরেজার, বেস্ট এবং আরও অনেক ফিচার যা এআই যুক্ত। গুগল পিক্সেল ৮এ ফোনে রয়েছে ৪৪৯২ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট। এছাড়াও রয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রিডার এবন ফেস আনলক ফিচার। একটি ফিজিক্যাল সিম এবং একটি ই-সিম রয়েছে।
ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ৫.৩, এনএফসি, ইউএসবি টাইপ-সি পোর্ট, জিপিএস নেভিগেশন সিস্টেম- এইসব কানেক্টিভিটি সাপোর্ট রয়েছে এই ফোনে।
ফোনে রয়েছে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর এবং একটি ১৩ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড রেয়ার ক্যামেরা সেনসর। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর রয়েছে ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে। অ্যান্ড্রয়েড ১৪ সাপোর্ট রয়েছে গুগল পিক্সেল ৮এ ফোনে।
গুগল পিক্সেল ৮এ ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্টের দাম ভারতীয় বাজারে ৫২ হাজার ৯৯৯ রুপি। অন্যদিকে এই ফোনেরই ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্টের দাম ৫৯ হাজার ৯৯৯ রুপি।