পরিবার পরিকল্পা কার্যক্রমে স্থায়ী ও দীর্ঘমেয়াদি পদ্ধতি বৃদ্ধির লক্ষ্যে কমলগঞ্জে অবহিতকরণ কর্মশালা

5
oplus_1026

কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পরিবার পরিকল্পা কার্যক্রমে স্থায়ী ও দীর্ঘমেয়াদি পদ্ধতি বৃদ্ধির লক্ষ্যে সন্তুষ্ট এনএসভি-টিউবেকটমি গ্রহীতা অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৬ মে রবিবার দুপুরে ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন সার্ভিসেস ডেলিভারি প্রোগ্রাম ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরে আয়োজনে আলীনগর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে এ অবহিতকরণ কর্মশালা হয়।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা মৌলভীবাজারের উপ-পরিচালক খন্দকার মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের সহকারী পরিচালক (সিসি) বিশ^জিত ভৌমিক, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মারুফ হোসাইন, আলীনগর ইউপি চেয়ারম্যান নেয়াজ মুর্শেদ রাজু, মৌলভীবাজার সদর হাসপাতালের মেডিকেল অফিসার আব্দুল কাদের প্রমুখ। এছাড়াও কর্মশালায় বিভিন্ন কর্মকর্তা, চিকিৎসক, সাংবাদিক, শিক্ষক, জনপ্রতিনিধি ও স্বাস্থ্যকর্মীগন উপস্থিত ছিলেন।