ছাতক পৌরসভায় টিএলসিসি’র বিশেষ সভা

2

ছাতক প্রতিনিধি: ছাতকে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় টাউন লেভের কো-অর্ডিনেটর কমিটির এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে ছাতক পৌরসভার সম্মেলন কক্ষে টাউন লেভের কো-অর্ডিনেটর কমিটি টিএলসিসি’র এ সভায় সভাপতিত্ব করেন পৌর মেয়র আবুল কালাম চৌধুরী। এসময় টিএলসিসি’র সদস্য ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সাথে মেয়র আবুল কালাম চৌধুরীর আলোচনাকালে পৌরসভার বিভিন্ন উন্নয়নের দিক উপস্থাপন করা হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, পৌর কাউন্সিলর হাজী নাজিমুল হক, হাজী ছালেক মিয়া, আফরোজ মিয়া, মহিলা কাউডিন্সলর নুরেছা বেগম, রতœা রানী মালাকার, পৌর কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে জামাল উদ্দিন, শহীদুল হক মোল্লা, রতন দে, উপসহকারী প্রকৌশলী দিজেন্দ্র লাল দাস, আজিজ আহমদ, কুলছুমা আক্তার, লাভলী ব্যানার্জী, শীলা বড়–য়া, অজিত কুমার দাস, বিজয় পাল, সব্রত হালদার, ফজলুল হকপ্রমুখ।