নবীগঞ্জে ভুমি সেবা সপ্তাহ উপলক্ষে সচেতনতা মুলক আলোচনা সভা

6

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: নবীগঞ্জে ভূমি সেবা সপ্তাহ ২০২৪ এর সচেতন মুলক আলোচনা সভা করা হয়েছে। ভূমি অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং ভূমি ব্যবস্থাপনায় দক্ষতা ও গতিশীলতা আনতে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে শনিবারে (৮ জুন) থেকে শুরু হয় ‘ভূমি সেবা সপ্তাহ-২০২৪। নবীগঞ্জে ৮জুন থেকে আগামী ১৪ জুন পর্যন্ত ভূমি সেবা সপ্তাহ উদযাপন করা হবে।

নবীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ারের সভাপতিত্বে ভূমি সেবা সপ্তাহ ২০২৪ এর সচেতনতা মুলক আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিসার অনুপম দাশ অনুপ, সভায় অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নবাগত উপজেলা পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান শেফু, ভাইস চেয়ারম্যান সাইফুল জাহান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান কেষ ছইফা রহমান কাকলী, সহকারী কমিশনার(ভুমি) শাহীন দেলোয়ার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডাঃ আব্দুস সামাদ, নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত (তদন্ত) গোলাম মুর্শিদ,ইউপি চেয়ারম্যান এমদাদুল হক চৌধুরী, এডভোকেট আক্তার হোসেন ছুবা, নির্মলেন্দু দাশ রানা, নোমান হোসেন, রঙ্গলাল দাশ,শাহরিয়াজ সুমন, হাবিবুর রহমান,শেখ ছাদিকুর রহমান শিশু, ইকবাল আহমদ ছালিক,নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম, এ আহমদ আজাদ, সাধারণ সম্পাদক মোঃ সেলিম তালুকদার,উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আসাদ উল্লাহ, আনসার বিডিপি কর্মকর্তা ফাতেমা আক্তার, বাস শ্রমিক সমিতির সভাপতি সামাদুল হক চৌধুরী, উপজেলা শিক্ষা অফিসার রোমান মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ ফজলুল হক মনি,উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ সাইফুর রহমান,মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসী, উপজেলা সমবায় অফিসার জীতেন্দ্র সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শাহ আলম, নবীগঞ্জ পল্লী বিদ্যূত অফিসের ডিজিএম ফয়জুল্লাহ,উপজেলা তথ্য আপা শারমিন আরা কলি, জন স্বাস্থ্য উপ সহকারী প্রকৌশলী মোহাম্মদ জাকারিয়া,বীর মুক্তিযোদ্ধা নুর উদ্দিন বীর প্রতীক, জালাল সিদ্দিকী, এলজিইডি সহকারী প্রকৌশলী আবু সাঈদ প্রমূখ।
প্রতিটি ইউনিয়নের ভুমি কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,ভূমি সেবা খাতে চলতি বছরে যেসব অনলাইন সেবা যুক্ত হয়েছে সেগুলোকে, জনগণের মাঝে ব্যাপক পরিচিত করানোর লক্ষ্যে এবারের ভূমি সেবা সপ্তাহ উৎসবমুখর পরিবেশে উদযাপিত হবে। ভূমি ব্যবস্থাপনায় জনগণের হয়রানি বন্ধ করতে এবং এই সংক্রান্ত সেবা সহজলভ্য করতে ইতোমধ্যে সরকার ভূমি সেবাকে জনগণের দ্বোরগোড়ায় নিয়ে যেতে নানা কার্যক্রম গ্রহণ করেছে।ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে ঘরে বসেই যেন সাধারণ মানুষ নিজের ভূমি সুরক্ষাসহ অন্যান্য কার্যক্রম সম্পন্ন করতে পারে, সেজন্য এক ঠিকানায় সকল ভূমি সেবা নিয়ে আসার জন্য স্থাপন করা হয়েছে land.gov.bd ভূমি সেবা প্ল্যাটফর্ম