কাকরাইল মোড়ে অবস্থান শিক্ষার্থীদের

4

অনলাইন ডেস্ক: ঢাকাসহ সারাদেশে কোটা সংস্কার আন্দোলনকারীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি চলছে। এ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর কাকরাইল মোড়ে অবস্থান নিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এতে ওই এলাকার যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।

বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুর ১২টার পর থেকেই আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কাকরাইল মোড়ে জড়ো হতে থাকেন। একে একে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল, সিদ্ধেশ্বরী স্কুল অ্যান্ড কলেজ ও মতিঝিল মডেলের শিক্ষার্থীরা যোগ দেন।

দুপুর সাড়ে ১২টায় সেখানে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এসময় স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে পুরো এলাকা। এসময় মোড়ের সব রাস্তা বন্ধ করে দেন তারা। অবস্থান নেন মোড়ের মাঝখানে। সেখানে পুলিশও অবস্থান করছে।

আন্দোলনকারীরা বলছেন, দাবি আদায় করতে গিয়ে তাদের সহযোদ্ধারা বুকের রক্তে রাজপথ রঞ্জিত করেছে, প্রাণ ঝরিয়েছে। তাদের রক্ত তারা বৃথা যেতে দেবে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরে যাবে না।