আত্মসমর্পণের জন্য নরসিংদীর কারাফটকে কয়েদিরা

4

অনলাইন ডেস্ক: নরসিংদীতে আজ বুধবারও আত্মসমর্পণের জন্য জেলা কারাগারের ফটকে উপস্থিত হয়েছেন অনেক কয়েদি। বিবিসি সংবাদদাতা তাফসীর বাবু এই খবর জানিয়েছেন।
তিনি জানান, জেল পালানো এই কয়েদিরা তাদের আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণের প্রক্রিয়া শুরু করার পরামর্শ দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
তবে আজ ঠিক কত সংখ্যক কয়েদি আত্মসমর্পণের জন্য এসেছেন, সে সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

এর আগে নরসিংদীর জেলা প্রশাসক বদিউল আলম বলেছেন, শুক্রবার নরসিংদী জেলখানা থেকে পালানো কয়েদিদের মধ্যে মঙ্গলবার ১৩১ জন আত্মসমর্পণ করেছেন।
এছাড়া পুলিশ গ্রেফতার করেছে চারজনকে। ফলে এ পর্যন্ত মোট ১৩৫ জন জেল পালানো কয়েদিকে কারাগারে ফেরানো সম্ভব হয়েছে বলে তিনি জানিয়েছেন। শুক্রবার নরসিংদীর জেল থেকে মোট ৮২৬ জন কয়েদি পালিয়ে যায়।

আজ সকালে ঢাকা মহানগর পুলিশ জানিয়েছিল যে নরসিংদী কারাগার থেকে পাঠানো দুই নারী উগ্রবাদীকে তারা গ্রেফতার করেছে।

সূত্র : বিবিসি