লাউয়াছড়ায় সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা, আতঙ্কে যাত্রীরা

5

কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে ভানুগাছ-শ্রীমঙ্গল সড়কে বনের গাছ কেটে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ডাকাতির চেষ্টা করা হয়। এঘটনায় সড়কে যাতায়াতকারী যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। ২৪ জুলাই বুধবার দিবাগত রাত ১১টায় উদ্যানের মাগুরছড়া এলাকায় এঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, লাউয়াছড়া জাতীয় উদ্যানের মাগুরছড়া খাসিয়া পুঞ্জি এলাকায় পুলিশি টহলকালে সড়কে গাছ ফেলে প্রতিবন্ধকতার সৃষ্টি করে ডাকাত দল। এসময়ে পুলিশের টহল গাড়ি সামনে আসলে ডাকাতরা পালিয়ে যায়। গাছ ফেলার সঙ্গে সঙ্গে সড়কের দু’পাশে যাত্রীসহ দু’তিনটি সিএনজি অটোরিক্সা আটকা পড়ে। তবে পুলিশ উপস্থিত থাকায় ডাকাতি কিংবা যাত্রীদের কোন মালামাল খোয়া যায়নি। পরে পুলিশ গাছ সরিয়ে সড়ক পরিস্কার করে দেয়। এঘটনায় সড়কে যাতায়াতকারী যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

অফিসার ইনচার্জ মো. সাইফুল আলম বলেন, সড়কে গাছ ফেলা হলেও কোন ডাকাতি হয়নি। টহল পুলিশ ছিল। দ্রুত গাছ সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়। তবে সড়কে যারা গাছ ফেলে তারা জঙ্গলের ভেতর দিয়ে পালিয়ে যায়।