সড়কে ট্রাফিকের ভূমিকায় শিক্ষার্থীরা, গোলাপগঞ্জে ৫দিন ধরে পুলিশ শূন্য মডেল থানা

5

সৈয়দ জেলওয়ার হোসেন স্বপন গোলাপগঞ্জ (সিলেট): বৈষম্যবিরোধী আন্দোলনের পর থেকে গোলাপগঞ্জ মডেল থানায় পুলিশ শূন্য অবস্থায় রয়েছে। প্রায় ৫ দিনের উপরে অতিবাহিত হলেও সিলেটের গোলাপগঞ্জ মডেল থানায় এখনো পুলিশ কর্মকর্তারা যোগদান করেননি। রাস্তায় যানজট নিরসনসহ শৃঙ্খলা ফিরাতে ট্রাফিক পুলিশের ভূমিকা পালন করছেন শিক্ষার্থীরা। সকাল থেকে রাত পর্যন্ত অক্লান্ত পরিশ্রমে তারা রাস্তায় শৃঙ্খলা বজায় রাখতে বলিষ্ঠ ভূমিকা পালন করছেন। যদিও নতুন আইজিপি ক্ষমতা গ্রহণের পর পরই নির্দেশ দিয়েছেন সকল পুলিশ সদস্যবৃন্দ কর্মস্থলে ফেরার জন্য।

প্রায় ৫দিন অতিবাহিত হলেও গোলাপগঞ্জ মডেল থানায় পুলিশ যোগদান করেননি। গোলাপগঞ্জবাসী জানেননা কবে কর্মস্থলে যোগদান করবেন কর্তব্যরত পুলিশ কর্মকর্তারা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রায় পাঁচ দিন পুলিশহীন মডেল থানা থাকায় এই থানার মানুষজন জানমাল নিরাপত্তার পাশাপাশি বিভিন্ন ভাবে ক্ষতিগ্রহস্থ হচ্ছেন। অনেকের নতুন পাসপোর্টের জন্য আবেদন করলে পাসপোর্ট তদন্ত রিপোর্টের জন্য থানায় আসলে পুলিশ কর্মকর্তারা না থাকা সেটির রিপোর্ট পাসপোর্ট অফিসে প্রেরণ করা হচ্ছে না। ফলে শত শত পাসপোর্ট আবেদনকারী পড়েছেন মহাবিপদে। শুধু পাসপোর্ট নয় বিভিন্ন কারণে জিডি, নানা সমস্যা নিয়ে অভিযোগ দাখিল করতে পারছেন না ভূক্তভোগীরা। রাত হলেই উপজেলার মানুষজন আতংকিত অবস্থায় রয়েছেন। সে সুযোগে এলাকায় বিভিন্ন ভাবে অপরাধ কার্যক্রম বৃদ্ধি পাচ্ছে। বিরাজমান পরিস্থিতিতে এ ভাবে পুলিশ শূন্য অবস্থায় থাকলে গোলাপগঞ্জের মানুষজন বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্থের পাশাপাশি জানমাল নিরাপত্তাসহ বাসা-বাড়িতে মানুষজন অনিরাপদ অবস্থায় থাকবেন। পুরো থানার মানুষজন রয়েছেন বর্তমানে নিরাপত্তাহীন অবস্থায়। বিষয়টি পুলিশের উর্ধ্বতন কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করছেন সাধারণ মানুষজন।
এ ব্যপারে মোবাইল ফোনে পুলিশের কোন উর্ধ্বতন কর্মকর্তাকে না পাওয়ায় তাদের কোন বক্তব্য নেয়া সম্ভব হয়নি।