শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে জনতা স্কুলের শিক্ষক ও অভিভাবকদের সাথে মতবিনিময়

5

শাকিল আহম্মেদ, (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: শেখ হাসিনা সরকারে পদত্যাগের পর শিক্ষাঙ্গনের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে জনতা হাইস্কুলে শিক্ষক ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভা হয়েছে। ১১ আগষ্ট সোমবার দুপুরে উপজেলার পূর্বাচল জনতা হাইস্কুলে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপি’র যুগ্মসম্পাদক এডভোকেট আব্দুস সাত্তার এর সভাপতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ বাছির উদ্দিন বাচ্চু। এ সময় উপস্থিত ছিলেন,থানা বিএনপির যুগ্ম সম্পাদক মাসুদ বাবুল, তথ্য গবেষণা সম্পাদক এডভোকেট আব্দুস সাত্তার, কৃষি বিষয়ক সম্পাদক আউয়াল মিয়া, ইউনিয়ন যুবদলের সভাপতি মানসুর মিয়া, স্কুলে সহকারী প্রধান শিক্ষক আব্দুল কাদির, সহকারী শিক্ষক রিয়াজুল ইসলাম, ওবায়দুর রহমান প্রমূখ।
এ সময় প্রধান অতিথি মুহাম্মদ বাছির উদ্দিন বাচ্চু বলেন, আজকে যারা শিক্ষার্থী আগামী দিনে তারা দেশ পরিচালনা করবে। তাই শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের রাজনীতি বন্ধ করে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে। যাতে আমাদের ছেলেমেয়েরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে জাতিকে সামনের দিকে এগিয়ে নিতে পারে।