কুলাউড়ায় চেয়ারম্যানের পদত্যাগের দাবীতে মানববন্ধন

17

কুলাউড়া প্রতিনিধি: কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহিবুল ইসলাম আজাদের নানা অনিয়ম, দূর্নীতি, অর্থ আত্মসাৎ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তাঁর পদত্যাগের দাবী জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় ছাত্র-জনতা।
(০৪ সেপ্টেম্বর) বুধবার দুপুরে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে স্থানীয় ছাত্র-জনতা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে চেয়ারম্যান আজাদের অভিলম্বে পদত্যাগ ও কঠোর শাস্তির দাবী জানান তারা। পরে ছাত্র জনতা চেয়ারম্যানের কার্যালয় তালাবদ্ধ করে রাখেন এবং ওইদিন বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে তাঁর পদত্যাগের দাবী জানিয়ে স্মারক লিপি প্রদান করেন। মানববন্ধনে বক্তব্য দেন সাহান আহমদ,আব্দুর রহমান তারেখ, আবু সালমান রাব্বি, আবু সাঈদ সোহান, রায়হান সাদিক, এনামুল হক, ছাদিক হোসেন, নাইম তানিম প্রমূখ।
কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিউদ্দিন জানান, শুনেছি কিছু ছাত্র চেয়ারম্যানের বিরুদ্ধে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে আন্দোলন করেছে। তাদের অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।