কমলার সঙ্গে আর বিতর্কে আগ্রহী নন ট্রাম্প

2

আন্তর্জাতিক ডেস্ক: আসন্ন ৫ নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে কমলা হ্যারিসের সঙ্গে আর কোনও বিতর্কে অংশগ্রহণ করবেন না ডোনাল্ড ট্রাম্প। নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন রিপাবলিকান প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।
তিনি লিখেছেন, ‘কোনও তৃতীয় বিতর্ক হচ্ছে না!’

হ্যারিসের সঙ্গে মঞ্চের বাকযুদ্ধে অবতীর্ণ হওয়ার আগে জুনে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বিতর্কে অংশ নিয়েছিলেন ট্রাম্প।

একাধিক জরিপ অনুযায়ী, বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বিতর্কে জিতে গেছেন। বৃহস্পতিবার রয়টার্স প্রকাশিত এক জরিপে দেখা গেছে, বিতর্কটি অন্তত আংশিক বা সম্পূর্ণ শোনা ভোটারদের মধ্যে ৫৩ শতাংশ এই ডেমোক্র্যাট প্রার্থীকে জয়ী মনে করছেন। যেখানে ট্রাম্পের জয়ের পক্ষে মত দিয়েছেন মাত্র ২৪ শতাংশ ভোটার।

এদিকে, ট্রাম্প নিজের পারফরম্যান্স নিয়ে যথেষ্ট আত্মতুষ্টিতে থাকলেও, রিপাবলিকান পার্টির ৬ জন দাতা ও ট্রাম্পের ৩ উপদেষ্টা মনে করছেন, নিজের কথা গুছিয়ে বলতে পারেননি সাবেক প্রেসিডেন্ট। তাই, মঞ্চে হ্যারিস জিতে গেছেন।

গবেষণা প্রতিষ্ঠান নিয়েলসেন ডাটা জানিয়েছে, প্রায় ৬ কোটি ৭১ লাখ দর্শক টেলিভিশনের মাধ্যমে বিতর্ক অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হয়েছিল।

ট্রাম্পের পোস্ট ভাইরাল হওয়ার পর এক জনসভায় থাকা হ্যারিস বলেছেন, ‘আমি মনে করি, আরেকটি বিতর্ক ভোটারদের প্রাপ্য।’

উল্লেখ্য, নিবন্ধিত ভোটারের ৫৪ শতাংশ প্রয়োজনীয়তা বোধ না করলেও ৪৬ শতাংশ আরেকটি বিতর্ক অনুষ্ঠিত হওয়ার পক্ষে।