দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাইয়ে যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী আজমল হোসেন চৌধুরী জাবেদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দুপুর দুইটায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের সহযোগিতায় দিরাই পৌর শহরের আজমল কনভেনশন সেন্টারে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মোনাজাতে সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা, প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দিরাই শাল্লা আসনের সাবেক এমপি নাছির উদ্দিন চৌধুরীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।
দোয়া মাহফিল পূর্ব আলোচনায় দিরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশীদের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক আবু সাঈদ চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আজমল হোসেন চৌধুরী জাবেদ।
এসময় বিশেষ অতিথির বক্তব্য দেন, সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মঈনুদ্দিন চৌধুরী মাসুক, দিরাই উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাব্বির মিয়া প্রমুখ। এসময় দিরাই উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি