চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: চুনারুঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তর পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার আলমগীর হোসেন তালুকদার জাতীয় প্রেসক্লাবের সদস্য নির্বাচিত হওয়ায় সংবর্ধনা দিয়েছে চুনারুঘাট প্রেসক্লাব।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে প্রেসক্লাব ভবনে সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি জামাল হোসেন লিটন।
সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের পরিচালনায় সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি কামরুল ইসলাম, সহ-সভাপতি মহিদ আহমেদ চৌধুরী, সহ-সভাপতি ইসমাইল হোসেন বাচ্চু, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক জুনায়েদ আহমেদ, মনিরুজ্জামান তাহের, সাংগঠনিক সম্পাদক এস.এম সুলতান খান, ওয়াহিদুল ইসলাম জিতু, প্রধান শিক্ষক ওয়াদুদ খান, নূর উদ্দিন সুমন, চুনারুঘাট সাংবাদিক ফোরাম সভাপতি খন্দকার আলাউদ্দিন, সহ-সভাপতি শাহজাহান জলি, শওকত আলী, উপজেলা সাংবাদিক ফোরামের সহ-সভাপতি আব্দুল হাই প্রিন্স, সাংগঠনিক সম্পাদক খন্দকার মায়া, এম এস জিলানী আখঞ্জী, নোমান আহমেদ, অনলাইন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মাসুদ আলম, জসিম মিয়াসহ সকল সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।
সংবর্ধনা সভায় প্রধান অতিথি সংবর্ধিত ব্যক্তিত্ব আলমগীর হোসেন বলেন, চুনারুঘাটের সকল সাংবাদিকদের এক হয়ে কাজ করতে হবে, অনুসন্ধানী সাংবাদিকতার প্রতি জোড় দিতে হবে। সঠিক তথ্য মানুষের জন্য তুলে ধরতে হবে। বিশেষ করে যারা নতুন সাংবাদিকতায় এসেছে তাদের প্রশিক্ষন দরকার। তারা সিনিয়রদের কাছ থেকেও শিখতে পারে। তাদের প্রশিক্ষনের বিষয়ে তিনি সহযোগিতার আশ্বাস দেন।