জনতার সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত নেতাকর্মীকে রাজপথে থাকতে হবে: কলিম উদ্দিন আহমেদ মিলন

6

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি, সুনামগঞ্জ-৫ আসনের সাবেক এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন, দীর্ঘ প্রায় দেড় যুগ ধরে দেশের মানুষের গনতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করতে স্বৈও শাসক শেখ হাসিনার অবৈধ সরকারের বিরুদ্ধে আন্দোলন করে আসছে বিএনপি। তারুন্যের অহংকার দেশের ভভিষ্যৎ রাষ্ট্র নায়ক তাকের রহমানের গন আন্দোলনের দীর্ঘ পরিকল্পনা এবং ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদী শেখ হাসিনার পতন নিশ্চিত হয়েছে। দীর্ঘ ১৬ বছর শেখ হাসিনার অপশাসনের হাত থেকে মুক্ত হয়ে স্বস্থির নিঃশ্বাস নিতে পারছে দেশবাসী। দীর্ঘ আন্দোলনে অংশ নিয়ে ছাতক-দোয়ারার সু-সংগঠিত জাতিয়তাবাদী পরিবারের বহু নেতা-কর্মী মামলা-হামরার শিকার হয়েছে। গণতন্ত্র পুনঃরুদ্ধার হলেও ষড়যন্ত্রকারীরা থেমে নেই।

তাই একটি অবাধ ও সুষ্ট নির্বানের মাধ্যমে জনতার সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত সর্বস্তরের নেতা-কর্মীকে রাজপথে থাকার আহবান জানান তিনি। শনিবার দিনব্যাপী ছাতকের দোলারবাজার, দক্ষিণ খুরমা এবং জাউয়া বাজার ইউনিয়নে বিএনপি আয়োজিত পৃথক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দোলারবাজারে জটি গ্রামের প্রবাসী লিটু মিয়ার বাড়িতে ইউনিয়ন বিএনপির সভাপতি ফয়জুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মোমিনের পরিচালনা অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির উপদেষ্টা মাষ্টার ফজলুল করিম বকুল, অধ্যাপক শফিকুল ইসলাম মতি, জেলা বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক রুহুল আমিন, পল্লী উন্নয়ণ বিষয়ক সম্পাদক ছায়াদুজ্জামান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম, জেলা বিএনপির সহ শিল্প বিষয়ক সম্পাদক কয়েছ আহমেদ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হিফজুল বারী শিমুল, কৃষক দলের আহবায়ক মনির উদ্দিন, উপজেলা জাসাসের আহবায়ক আব্দুল আলিম, উপজেলা বিএনপির সদস্য আতাউর রহমান এমরান, বিএনপি নেতা নুরুল হক, আব্দুল হাই লিপু, আফরোজ মিয়া, হাজী মনির উদ্দিন, ক্বারী আছকির আলী, নিজাম উদ্দিন, আনজব আলী, নিয়ামত উল্লাহ, দিল হোসেন মেম্বার, আজিজুর রহমান, তাজ উদ্দিন, গোলাম কিবরিয়া জিয়াউর রহমান, মুহিবুর রহমান, সুহেল আহমদ, আসাদুজ্জামান, আব্দুস শহিদ শিপলু, কামরুল হাসান, আব্দুল মতিন, জামাল উদ্দিন, আব্দুল তাহিদ, আব্দুর রহিম, উপজেলা ছাত্র দলের আহবায়ক মাহবুব আহমদ, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইমদাদুর রহমান ইমন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আব্দুল আজিজ ফয়ছল, সিলেট জেলা ছাত্রদলের সদস্য অলিউর রহমান মাহবুব, মহানগর ছাত্রদলের সদস্য মুহিবুর রহমান মারজান, ছাত্রদল নেতা ইমতিয়াজ আহমেদ, আব্দুল্লাহ সাদু, রেদোয়ান আহমদ, বদরুল আহমদ, জুয়েল আহমেদ প্রমুখ।

দুপুরে দক্ষিণ খুরমা ইউনিয়নের খুরমা গ্রামের রাকিব আলীর বাড়িতে ইউনিয়ন বিএনপির সভাপতি শামীম আলম নোমানের সভাপতিত্বে ও আলী হোসেন মানিকের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, ফজলুল করিম বকুল, ররুহুল আমিন, সায়াদুজ্জামান সায়াদ, ফয়জুর রহমান, আব্দুল মমিন, আতাউর রহমান এমরান, আঞ্জব আলী, ক্বারী আসকির আলী, রাকিব আলী, শাহজাহান, মাসুক মিয়া, আবু তাহের, আব্দুস শহিদ, মুজিবুর রহমান, জুয়েল মিয়া প্রমুখ। জাউয়াবাজারের মিলন অডিটোরিয়ামে ইউনিয়ন কৃষকদলের সভাপতি আব্দুল মুকিতের সভাপতিত্বে ও জাউয়াবাজার ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সেলিম আহমদের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপি নেতা শাহ শফিকুল আলম মতি, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আব্দুস সালাম নীমান, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল মুক্তাদির আলমগীর, বিএনপি নেতা কামাল উদ্দিন, যুবদলের জেলা সহ সভাপতি আব্দুর রহিম, যুবদল নেতা সাজ্জাদ হোসেন, এমরান আহমেদ, ছায়াদ মিয়া ও ছাত্রদল নেতা নুপুর আহমদ। এসময় হাবিবুর রহমান, আব্দুল খালিক, আব্দুল আউয়াল, শওকত মিয়া, কাপ্তান মিয়া, আফিজ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।