কুলাউড়ায় বিএসএফ’র গুলিতে নিহত স্বর্ণা দাসের পরিবারের পাশে জামায়াত

6

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি: সম্প্রতি মৌলভীবাজারের কুলাউড়ায় বিএসএফ’র গুলিতে নিহত জুড়ীর স্বর্ণা দাসের পরিবারকে আর্থিক সহায়তা দিল মৌলভীবাজার জেলা জামায়াত।

সোমবার সকালে া উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের কালনীগড় গ্রামে স্বর্ণার নিজ বাড়িতে এসে নিহত পরিবারের খোজ খবর নেন জেলা জামায়াত নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন, জামায়াতের জেলা আমীর প্রকৌশলী এম সাহেদ আলী,নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, সহকারী সেক্রেটারি আলাউদ্দিন শাহ, জুড়ী উপজেলা আমীর হাফিজ নাজমুল ইসলাম, নায়েবে আমীর আব্দুল হাই হেলাল, উপজেলা শ্রমিক কল্যাণ সভাপতি লুৎফুর রহমান আজাদী,পশ্চিম জুড়ী ইউনিয়ন জামায়াতের সভাপতি এড. শাখাওয়াত হোসাইন, সেক্রেটারি আশরাফুল ইসলাম, সহকারী সেক্রেটারি সাজেদ মাহমুদ, আহমদ আলী, শহিদুল হক কুনু, ইউপি সদস্য মদন মোহন দাশ, সদস্য আব্দুল হেকিম বাবুল প্রমুখ।

উল্লেখ্য, কুলাউড়া উপজেলার লালারচক সীমান্ত দিয়ে নিহত স্বর্ণা মায়ের সাথে সীমান্তের ওপাড়ে নানা বাড়ি যেতে চাইলে ভারতের কাঁটাতারের বেড়ার কাছে পৌঁছালে বিএসএফ তাঁদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে স্বর্ণা ঘটনাস্থলে মারা যায়। স্বর্ণার মরদেহ বিএসএফ নিয়ে যায়। পরদিন লাশ ফেরত দেয়।