ছাতকে নদীতে ভ্রাম্যমান আদালতের অভিযান ৩০ হাজার টাকা জরিমানা আদায়

15

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: ছাতকে পিয়াইনদীতে চলাচলরত নৌ-যানের উপর ভ্রাম্যমান আদালতের অভিযানে একটি বাল্কহেড থেকে ৩০ হাজার জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার সকালে সুরমা নদীতে চলাচলরত নৌ-যানের উপর ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সহকারী কমিশনার(ভুমি), নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু নাছির। সকালে উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোয়ালগাঁও নদীতে চলাচলরত ভ্রাম্যমান আদালতের অভিযান চলাকালে প্রয়োজনীয় বৈধ কোন কাগজপত্র দেখাতে না পারায় বাল্কহেডের দায়িত্বে থাকা সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পারকুল গ্রামের দশরাজ দাশের পুত্র সজীব দাশ(২৭)’র কাছ থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। আভ্যন্তরিন নৌ-যান অধ্যাদেশ ১৯৭৬ এর ৬১ ধারা মোতাবেক মামলায় এ জরিমানা করা হয়। এসময় ছাতক থানা পুলিশ এবং নৌ-পুলিশ অভিযানের সাথে ছিলেন। ছাতক নৌ-পুলিশের ইনচার্জ আতিক আনোয়ার জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন।