বিপুল পরিমাণ বিদেশী মদসহ ০৬ মাদক ব্যবসায়ী র‌্যাবের হাতে গ্রেফতার

0

নিজস্ব প্রতিবেদক: বিপুল পরিমাণ বিদেশী মদসহ ০৬ পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড একশন ব্যাটালিয়ন র‌্যাব-৯।
সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানাধীন এলাকা থেকে ১৬১ বোতল বিদেশী মদসহ ০৬ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ এর একটি আভিযানিক দল গত ১৬ সেপ্টেম্বর ২০২৪ খ্রিঃ তারিখ রাত আনুমানিক ২০:২০ ঘটিকায় সুনমাগঞ্জ জেলার তাহিরপুর থানাধীন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৭০ বোতল বিদেশী মদ উদ্ধারপূর্বক ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তি ১। মোঃ বদরুল আলম (৪৫), পিতা-মোঃ ইসমাইল হোসেন, সাং-মাহারাম গুদারাঘাট, ওয়ার্ড নং-০৪, ইউপি- ৪ নং বড়দল উত্তর, থানা-তাহিরপুর, জেলা-সুনামগঞ্জ।
আরেকটি অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ এর একটি আভিযানিক দল ১৮ সেপ্টেম্বর ২০২৪ খ্রিঃ তারিখ রাত আনুমানিক ০০:৩০ ঘটিকায় সুনমাগঞ্জ জেলার তাহিরপুর থানাধীন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৯১ বোতল বিদেশী মদ উদ্ধারপূর্বক ০৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিরা ১। ১। মোঃ শাহানুর মিয়া (২১), পিতা-মোঃ জামাল মিয়া, সাং-বড়গোপ, ২। মোঃ মাঈন উদ্দিন (২৬), পিতা-মোঃ আব্দুল মালেক, সাং-মাহারাম, ৩। মেরাজ আলী (২২), পিতা-মোঃ আলিম উল্লাহ, সাং-বড়গোপ, ওয়ার্ড নং-০৫, উত্তর বড়দল ইউপি, থানা-তাহিরপুর, জেলা-সুনামগঞ্জ, ৪। মোঃ দেলোয়ার মিয়া (২৮), পিতা-মোঃ আলিম উল্লাহ, সাং-বড় গপটিলা, সর্ব ওয়ার্ড নং-০৫, উত্তর বড়দল ইউপি, ৫। মোঃ লাল মিয়া (২১), পিতা-মোঃ মিনহাজ উদ্দিন, সাং-জাঙ্গালহাটি, ওয়ার্ড নং-০৮, বাদাঘাট ইউপি, সর্ব থানা-তাহিরপুর, জেলা-সুনামগঞ্জ।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক আসামী ও জব্দকৃত আলামত তাহিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে সরকার ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।