গোলাপগঞ্জে প্রাইভেট কারের ধাক্কায় বৃদ্ধা নিহত

16

গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জের সিলেট-জকিগঞ্জ সড়কে সড়ক পারাপারের সময় প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ হারালেন বৃদ্ধা রাফিয়া বেগম (৬০)। তিনি বিয়ানীবাজার উপজেলার চরিয়া গ্রামের মৃত মজির উদ্দিন বাদলের স্ত্রী। ঘটনাটি ঘটেছে শনিবার রাত অনুমান সাড়ে ১১ ঘটিকার দিকে উপজেলার গোলাপগঞ্জ পৌরসভার সরকারি মোহাম্মদ চৌধুরী একাডেমী স্কুল এন্ড কলেজের সম্মুখে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রাইভেটকার ঢাকা মেট্রো গ-১৫-৮৪২৯ জব্দ করা হয়েছে।
জানা য়ায়, শনিবার রাত অনুমান সাড়ে ১১ ঘটিকার দিকে গোলাপগঞ্জ পৌরসভার সরকারি মোহাম্মদ চৌধুরী একাডেমী স্কুল এন্ড কলেজের সম্মুখে সিলেট-জকিগঞ্জ সড়কে বিয়ানীবাজার উপজেলার চরিয়া গ্রামের মৃত মজির উদ্দিন বাদলের স্ত্রী বৃদ্ধা রাফিয়া বেগম সড়ক পারাপার হওয়ার সময় একটি প্রাইভেট কার ঢাকা মেট্রো গ-১৫-৮৪২৯ ধাক্কা দিয়ে খাদে পড়ে য়ায়। এ সময় গুরুতর আহত হন রাফিয়া বেগম। তাৎক্ষণিক রাফিয়া বেগমের আত্মীয় স্বজন ও স্থানীয়রা তাকে সিলেট বেসরকারি হাসপাতাল আল হারামাইন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর পরই চালক পালিয়ে যায়।
গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় রাফিয়া বেগম নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মীর মো. আব্দুন নাসের।